আজ ওকে অনেক দিন পর দেখলাম । দেখে অনেক নতুন করে মনে হল । মনে হল আমি ওর প্রেমে পড়ে গেছি । ও ছিল আমার বাল্যকালের বান্ধবী । আমি আর ও একই সাথে প্রাইমারী স্কুলে পড়তাম । প্রত্যান্ত পাড়াগায়ের স্কুল , ছাত্র-ছাত্রীর সংখ্যাও ছিল অত্যাল্প । যাই হোক তার মধ্যে আমার ক্রমিক নম্বর ছিল এক । আর আমার নিকটতম প্রতিদ্বন্ধী ছিল ও । এখন ওর নাম হয়েছে তমা । তমা খাতুন । আগে ছিল রূশনী খাতুন । পরে হাই-স্কুলে উঠে ওর নাম পরিবর্তন হয় । ওরা মুসলীম হলেও ওদের পরিবারের সাথে আমাদের পরিবারের হৃদ্যতা ছিল অনেক ভাল । আমার বড় সহদর দাদা আমাকে আর ওকে নিয়ে অনেক হাসি-তামশা করত । আর আমিও প্রচণ্ড রেগে যেতাম । একই সাথে খেলাধুলাও করতাম । সবকিছু ঠিকমত মনে নেই । আমি অনেক ইনট্রোভার্ট টাইপের মানুষ । এখন অবশ্য আমার লজ্জা অনেক কমে গেছে । কিন্তু ও আগের মতই লাজুক রয়েছে । হাইস্কুলেও একই সাথে পড়তাম কিন্তু ওর সাথে তেমন হৃদ্যতা ছিল না । তারপর নিজের ভাগ্যানুসন্ধানে দ্বিকবিদিক ছোটাছুটি করেছি । প্রায় ওকে ভুলেই গিয়েছিলাম । আর ওকে মনে রাখার মতোও কিছু করি । আর ওর যে প্রেমে পড়া যায় এ কথা কখনোও কল্পনাও করি নি । আজ আমরা তিন বন্ধু মিলে ওদের বাড়িতে গি...
আলো জাগুক, অব্যক্ত হয়ে যাক ব্যক্ত ।