Skip to main content

Posts

Showing posts from December, 2016

আমার ফটো গ্যালারী ।

\

এপিআই(API) কি ? এবং এর প্রয়োজনীয়তা :

এপিআই(API) কি ? এএপিআই(API) বা Application Program Interface হচ্ছে  সফটওয়্যার তৈরির জন্য  রুটিনস, প্রোটকলস এবং বিভিন্ন টুলসের সমণ্বয় করা । অন্যভাবে বলা যায় , একটি প্রোগ্রামের সাথে অন্য একটি প্রোগ্রামের সমণ্বয় বা ডাটা আদান-প্রদান করা । এপিআই(API) এর প্রয়োজনীয়তা : ধরুন আপনি একটা অ্যাপস তৈরি করলেন কিন্তু সেটা শুধুমাত্র একটি ডিভাইসে সাপোর্ট করে , তাহলে সেটি বেশি ইউজফুল হবে না । যদি আপনি আপসটি মাল্টিপল ডিভাইস বা আপারেটিং সিস্টেমের জন্য উপযোগী হয় তবেই সেটি অধিক ইউজফুল হবে । জনপ্রিয় এপিআই(API) সমূহ : ১) গুগল ম্যাপস এপিআই(API) ২)ইউটিউব এপিআই(API) ৩)ফেজবুক এপিআই(API) ৪) অ্যামাজন এড এপিআই(API) উদাহরণ ও প্রয়োগ : ১) মনে করুন, আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন যেটি শুধুমাত্র কম্পিউটার দিয়েই ব্রাউজ করা যায় । কিন্তু বর্তমান সময়ে মানুষ আর শুধু কম্পিউটারের উপর নির্ভরশীল নয় । এমনকি সম্প্রতি জরিপে দেখা যাচ্ছে , বেশিরভাগ মানুষই এখন এন্ড্রয়েড, আইফোন, ট্যাবলেট এবং স্মার্ট ডিভাইসগুলোর উপরই বেশী নির্ভরশীল । ফলে যদি আপনার ওয়েবসাইটি এপিআই(API) ভিত্তিক হয়, তবে সেটা সব প্লাটফর্মের জন্য