Skip to main content

জাতিভেদ ও হিন্দু সমাজ




আমার সবচেয়ে খারাপ লাগে যখন কেউ আমাকে প্রশ্ন করে যে আপনি কোন বর্ণের । এখন পর্যন্ত  আমাদের হিন্দু সমাজের  বিষবৃক্ষরুপ বর্ণপ্রথা আমাদের হিন্দু সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে । কিন্তু কি এই বর্ণপ্রথা ?  হিন্দুদের সর্বশ্রেষ্ট গ্রন্থ  গীতায় কি আছে এই বিষয়ে ? স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন  “ চাতুবর্ণং ময়া সৃষ্টং গুনকর্মবিভাগতাঃ”  অর্থাৎ গুন ও কর্ম অনুসারে আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি । কিন্তু এটাতো স্বাভাবিক । আমাদের সমাজেও তো সরকার স্বীকৃত চার প্রকার কর্মচারী আছে । তাহলে এটা মানুষের জন্মের সাথে কিভাবে বার্তায় ? যুগে যুগে স্বয়ং ভগবানও তো শূদ্রের সন্মান করেছেন । শ্রী রামের মিত্র ছিল গুহক চণ্ডাল । মহাভারতে মুচির ছেলে রুহিদাস ছিল সর্বশ্রেষ্ট বৈষ্ণব । কলিযুগে ব্রহ্ম হরিদাস যবনের ঘরে লালিত হয়েছিল । এ রকম হাজারো দৃষ্টান্ত রয়েছে ।  শ্রী চৈতন্য মহাপ্রভু  যিনি জাতি , ধর্ম, বর্ণের কোন ভেদ রাখেন , সাবাইকে হরিনাম সংকৃত্তনে উদ্ভুদ্ধ করেছেন । তবে আমরা কেন এটা ধরে আকড়ে আছি ? পৃথীবিতে প্রমাণিত সত্য যে ,  হিন্দুধর্ম সর্বোপেক্ষা প্রচীন ধর্ম । তাহলে কেন আমাদের এই অবস্থা ?  এর সবচেয়ে যে বড় কারণ তা হচ্ছে বর্ণ প্রথা । ভারতের মত রাষ্টের সংবিধান রচিয়তা হিসাবে ধরা হয় ডা: বি. আর. অম্বেদকরকে যিনি অতি নিচু বর্ণের হিন্ধু ছিলেন । কেন তিনি মৃত্যুর আগে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ? শুধু এটার জন্যই যে তিনি অস্পর্শতা নিয়ে জন্মগ্রহন করেছেন  কিন্তু এই অস্পর্শতা নিয়ে মৃত্যু বরণ করতে চান না । শুদ্রের ঘরে জন্ম নিয়াই কি আজন্ম পাপ ?  সেদিন শুনলাম আমার এক জৈনেক বন্ধু ব্রাহ্মণের সন্তান (জন্মসূত্রে)  তিনি দীর্ঘ পাঁচ বছর  এক কায়স্ত পরিবারের মেয়েকে ভালবাসেন । কিন্তু এখন তিনি তাকে ভিন্ন বর্ণের কারণে বিয়ে করতে রাজি হচ্ছেন না । উল্লেখ্য যে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন , যার এ বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে । আমার নিজের চোখে দেখা আছে এক কায়স্ত পরিবারের ছেলে এক জেলের মেয়েকে ভালবেসে বিয়ে করেছিল কিন্তু তার পরিবার মেনে নেয় নি । আমাদের সমাজ আজ কোখায় ? যদিও আজ আধুনিকতার ছোয়ায় একটু আধটু হচ্ছে এটাকে তো পরিবর্তন বলা যায় না । তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েরা লাভ জিহাদের শিকার কেন হবে না ?  এই বর্ণ প্রথার কুসংস্কার কি কোন দিনও দূর হবে না ? তবে তো হিন্দু সমাজ একদিন ধ্বংস হয়ে যাবে । এখনও অনেক শিক্ষিত মানুষের মাঝেও রক্ষণশীল চিন্তাভাবনা রয়েছে । হিন্দু ধর্ম সংস্কারপন্থী ধর্ম । যুগে যুগে অবতার হয়ে ভগবান ধর্মকে সংস্কার করেছেন । এখন আমাদের জেগে উঠার সময় হয়েছে । তাই আসুন এর নিবারন করে নিজের জাতিকে , ধর্মকে সঠিক পথে নিয়ে আসি । আর বলতে চাই ..................
                             ওকি চণ্ডাল !
          ও কি ? চমকাও কেন ?
ঐ হতে পারে রাজা হরিশ্চন্দ্র , ঐ শশ্মানের শিব ।


Comments

Popular posts from this blog

ক্রাশ

আজ ওকে অনেক দিন পর দেখলাম । দেখে অনেক নতুন করে মনে হল । মনে হল আমি ওর প্রেমে পড়ে গেছি । ও ছিল আমার বাল্যকালের বান্ধবী । আমি আর ও একই সাথে প্রাইমারী স্কুলে পড়তাম । প্রত্যান্ত পাড়াগায়ের স্কুল , ছাত্র-ছাত্রীর সংখ্যাও ছিল অত্যাল্প । যাই হোক তার মধ্যে আমার ক্রমিক নম্বর ছিল এক । আর আমার নিকটতম প্রতিদ্বন্ধী ছিল ও । এখন ওর নাম হয়েছে তমা । তমা খাতুন । আগে ছিল রূশনী খাতুন । পরে হাই-স্কুলে উঠে ওর নাম পরিবর্তন হয় । ওরা মুসলীম হলেও ওদের পরিবারের সাথে আমাদের পরিবারের হৃদ্যতা ছিল অনেক ভাল । আমার বড় সহদর দাদা আমাকে আর ওকে নিয়ে অনেক হাসি-তামশা করত । আর আমিও প্রচণ্ড রেগে যেতাম । একই সাথে খেলাধুলাও করতাম । সবকিছু ঠিকমত মনে নেই । আমি অনেক ইনট্রোভার্ট টাইপের মানুষ । এখন অবশ্য আমার লজ্জা অনেক কমে গেছে । কিন্তু ও আগের মতই লাজুক রয়েছে । হাইস্কুলেও একই সাথে পড়তাম কিন্তু ওর সাথে তেমন হৃদ্যতা ছিল না । তারপর নিজের ভাগ্যানুসন্ধানে  দ্বিকবিদিক ছোটাছুটি করেছি । প্রায় ওকে ভুলেই গিয়েছিলাম । আর ওকে মনে রাখার মতোও কিছু করি । আর ওর যে প্রেমে পড়া যায় এ কথা কখনোও কল্পনাও করি নি । আজ আমরা তিন বন্ধু মিলে ওদের বাড়িতে গি...

Top 10 motivational books in the world:

Today I will discuss about top ten motivation books in the word. It can be removes yours depression and get new inspiration of yours life. You will change your life. Let’s know about it… 1.   The Secret written by Rhonda Byrne Book “The secret” that discusses the law of attraction and how to use it in your life, rose to the top of many bestseller lists and inspired offshoots like The secret Gratitude Book, The Secret Day-to-Day Calender, and its own official website. This book introduced many honorable people to the concept that their thoughts may influence not only their actions, but the experiences that they bring into their lives as well.                                                  A documentary movie has been ...